গুচ্ছ কবিতা : আমিনুল ইসলাম

 





আমিনুল ইসলাম


হত্যা (সিরিজ)
২৬/০৩/২১






যথাযথ অল্পবিস্তর
ভয়ার্ত ফুল
পাখির কলহ গাঁথে
অহংকার অলঙ্করণ
দূর্বিষহ ঝড়ে

নির্বিকল্প সমাধি
অগ্নি গহ্বর
ক্রমান্বয়ে কণ্ডোম গাঁথা
কিছু বিফল সম্ভাবনা


ভবিষ্যৎ  টিয়াপাখি
শোনালেন অন্যের কথা
যা কখনই ~
আমাদের নয়

গল্পের আবির্ভাব
বুঝলেন  ঘুমন্ত জনগণ

জাগার সময় হলে
রাখা আছে ~
মিথ্যা অক্ষরঅ্যালজোলাম


বয়কট ভালোবাসা
খাদ্য তালিকা থেকে
জীবন  ভিটেমাটিহীন মূর্তি

গঠন প্রণালি ছুঁয়ে
উড়ে গেছে বহুদূর

এখনও এই মাটি পুড়ছে


জল ও জঙ্গল
মঙ্গলের অভিমুখ
সুডৌল স্তনে রেখেছে চিবুক

খুনির নেশায় লোহিত রং
দোল যাত্রায় শোভাবর্ধক আগুন

এমনও উষ্কানি প্রলোভিত ভাতে
মেখেছে নুন

আমরা প্রতিদিন বাঁচি  হয়ে যায় খুন

১০
অনভিপ্রেত ১টি মৃত্যুর দিকেই
চেয়ে আছে নিষ্পলক
সে জানত যদি বেঁচে যায়~   মৃত্যু

ঝরছে বিন্দু
রঙিন খাম
শুরু ও শেষ পংক্তি
লেখা কলঙ্কনাম

মন্ত্রজপ
অন্য স্বর অস্পষ্ট ডানায়