ছড়া : পুষ্পিত মুখোপাধ্যায়

 




পুষ্পিত মুখোপাধ্যায়



জৈষ্ঠ্য মাস ...
 
জৈষ্ঠ্য মাসে কাঠফাটা রোদ্দুরে
চারদিক খাঁ খাঁ চোখ যায় যত্দুরে।
শুকনো পুকুর,শুকনো ডোবা খাল
আকাশে থাকতো যদি একটা খড়ের চাল।
ছোট্ট টিপু এমন রোদে চুপ থাকে
জানলা দিয়ে ডাকে শিবু গুপ্তাকে।
দুজন মিলে করে খেলা হট্টগোল
সারাটা ঘর মাথায় তুলে হল্লাবোল।
জৈষ্ঠ্যমাসে হাঁসফাঁসানি গ্রীষ্ম
পরের মাসে পাল্টে যাবে দৃশ্য।
আসবে আষাঢ় ঝরঝরানি বৃষ্টি
নরম হবে সূর্যিমামা,ঠান্ডা সারা সৃষ্টি।
      ____