গুচ্ছ কবিতা : শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়

 





শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়


স্রোত

নদীর কি যেন নাম?
অথবা সে নামহীন নদী
ক্ষীণ চন্দ্রালোকে কিছু
স্বপ্নের নিশানা দেয়
বয়ে যায় শিরার শিরায়
বোঝে ধমনীর গতি...
কয়েকটি ক্ষতচিহ্ন
ঘুমহীন রাত কিছু
বেশ কটি ফুলন্ত সকাল
সে আমায় দিয়ে যায়
বলে যায়
আবার আসতে পারি কাল।
ইচ্ছে হলে
অনায়াসে ছেড়ে যেতে পারি।
কি যেন নদীর নাম?
অথবা সে নদী নয়
আমায় লেপ্টে থাকা
মুহূর্তের স্রোত
বেলোয়ারি।


অসুখ

আমি কিছু নিয়েছি উত্তাপ
তুমি বুঝি শীতলতা নিলে?
আকাশে আকাশ লেগে
মধ্যরাতে জোৎস্নাটি অবিরাম জেগে
তুমি তো কিছুটা দূরে দূরে
মাঝখানে বেশ কটি নদী।
তাদেরও পেরিয়ে যাই যদি
অনায়াসে বাড়াবে কি হাত?
এইসব কথা বুনে বুনে
কেটে যাচ্ছে দীর্ঘতম রাত।
আমি তো নিয়েছি উত্তাপ
তুমি তবে শীতলতা নিলে?
বরফ জমছে তাই অনন্তের নীলে।


শুশ্রূষা

দীর্ঘ চুম্বন দাও
আজ বড়ো অস্থির সময়
কপালে স্পর্শ রাখো
এ সময় ভেঙে যাচ্ছে দ্রুত।
আলিঙ্গনে আবদ্ধ করো
মুহূর্ত থাকি আবৃত।
অপসৃত গোধূলির গায়ে
লেগে আছে বিষাদের ঘ্রাণ
তবুও তো তোমায় আমায়
রেখে যেতে হবে কিছু গান।
যে গানের পথরেখা ধরে
নতুন তারারা জন্মায়,
দীর্ঘ চুম্বন দাও আজ
এ বড়ো অস্থির সময়।