গুচ্ছ কবিতা : চন্দ্রনাথ শেঠ

 




চন্দ্রনাথ শেঠ



প্রকৃতিপাঠের আসর

*দ শ ভু জা


একান্তে দাঁড়িয়ে আছে দশভুজা হয়ে। ওই
দেবদারু। তার মগডালে উঠি --চুমু খাই...
স্বাগত নেমন্ত করে : চলো, পাড়াটা ঘোরাই

এ ডালকে ডেকে বলে, বাড়িতে 
অতিথ..যাই?


ডালে ডালে পাড়া পরিক্রমা... পাতায় পাতায়
পাখিদের রিফু-কুঁড়েঘর...শাবকের শিসধ্বনি

মা-পাখির : মিঠে হাসি ; ঠোঁটেতে আঙুল দিয়ে --
'চুপ'! ছানারা ঘুমায়...কপালে চাঁদের
 চুমা নেমে আসে, তাও...


এঁটো ফল এগিয়ে দেয়--'খাও...'


* বাঁ শ বা গা নে র মা থা র উ প র

উড়ে এল আরেক বাবুই। নিশ্চিত গিন্নি তার !
ঝুলন্ত উদ্যানে  বসে চুমু খায় উরুসন্ধিতে খাসা

দপ করে জ্বলে ওঠে জোনাক 
পোকাটি...ইচ্ছে


তার সারারাত ভায়োলিন হয়ে বিলম্বিত
 আলো দিক দোলনা-বাসায়...


আকাশের চাঁদ ওঠে সর্বনাশা


* জ ন্ম বৃ ত্তা ন্ত

কবে তাঁর জন্ম জানানেই।ঠিকুজিকুষ্ঠি?নেই ।
আমাদের পুকুরপারে এসেছেন তিনি
আজ , ওই তো :

পদ্মপাতায় দীর্ঘতর কবিতাটি তাঁর লেখা হয়
ঢেউয়ে ঢেউয়ে...


*প্রি য় ডা ক না ম

মনে হয় দূর্বাদলশ্যাম মুখখানি শেষবার 
তুলে নিই ... ওই ঘাসে লাগা হিমানীর ঘাম...

কাল থেকে যদি ঘুম নেমে আসে চোখে...

কালো প্যাঁচাটির ঠোঁটে উড়ে যেতে যেতে
ভুলে বসি , প্রকৃতির সব...প্রিয় সব নাম