দুটি কবিতা~রিতা মিত্র

 নবরূপে১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

রিতা মিত্র












শান্ত দুপুর


একটা শান্ত দুপুর, বিষণ্ণতার বাতাস বইছে, তবুও
 আমি জানালা খুলে রেখেছি।
জানালার নীচে ভাট ফুলের যে গাছটি আছে, তার
 উপর প্রজাপতিদের ওড়াওড়ি।
আমার জানালা দিয়ে দূরের দীঘিটা দেখা যাচ্ছে, 
তার ধাপে ধাপে মেঘেদের বাসা।
যখন সূর্য দীঘির জলে স্নান সেরে উঠবে,
মেঘেরা কেঁপে কেঁপে উঠবে।
শোনা যাবে শিশিরের খিলখিল হাসি।
এই ভাবেই বাতাসের  বিষণ্ণতা কেটে যাবে কোনো 
ব্যাথার চিহ্ন না রেখে। 

একতারা
গায়ে বুনো ফুলের গন্ধ জড়িয়ে, একতারা বাজিয়ে হেঁটে যাচ্ছে কেউ

এই সবুজ বনানীতে কোনো সতর্ক সংকেত লেখা নেই

মোরামের লাল রাস্তা আর পাশের ডোবার সাদা শালুক ফুলের একত্রে বসবাস

গাছের ডালে বসে থাকা তরুণ পাখিটি জানে না,
তার ডানার রং দেখে তার সঙ্গিনী নয় আরো অনেকে মোহিত হয়

তবুও সে মিলনের সুর তোলে

বনানী দেখে মেঘেদের বুকেও দোলা লাগে
ধীরে ধীরে আড়াল হয়ে যায় পূর্ণিমার চাঁদ,
আর নিম্নচাপের আঁচলে ঢেকে যায় সব চরাচর
শুষ্ক নদীটিও আজ একটু চঞ্চলা হয়ে উঠেছে,
গা ঝাড়া দিয়ে উঠছে সব ব্যাঙের দল