কবিতা~অভিজিৎ দাসকর্মকার

  | নবরূপে≈১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

অভিজিৎ দাসকর্মকার










রক্তদানার ভিতর দিওয়ানগির বে-ঝিঝক কালচার...

জানালার হাটখোলা পাশে খুব ধীর গতিতে জুনমাসের বৃহস্পতিবার ঠুমকা ঠুমকা দাঁড়িয়ে...
সদ্য শাওয়ার নেয়া সু-লতানো কোমল আসাবরী চুলে, বন্দিশের ওরিয়েন্টেশন___

চকচক করছে হাসির অর্বিট , তবু চোখের আরামে বৃষরাশি
অজানা ভাষাদের আট মাত্রায় কিচিরমিচির নুমাইশ
গলা থেকে গার্গেলধ্বনি বেরিয়ে আসছে

আমরি শব্দদের পিডিএফ আকারে মেহেফুস রাখা আছে,আর
ব্রতকথার ছকেই ফুলেদের পাপড়িতে মৌমাছিদের কেলাস প্যাডেল করতে করতে
বেসামাল হয়ে স্তন বিভাজিকায় আয়াসের তর্জনী করছে

পাঁচালীর লাইন আর আগরবত্তিকী খুশবু     
রক্তদানার ভিতর দিওয়ানগির বে-ঝিঝক কালচার...

এদিকে কর্মতৎপুরুষের আবডালে সেকেন্ড person-গুলোর
প্রথম অংশ মেরিন ড্রাইভ-পাড়ে বসে,তারপর
দ্বিতীয় অংশে শাঁখ বাজিয়ে ষষ্ঠ-অঙ্গে হ্যানাত্যানা হাবিজাবি বিষয়কে ঠকাস ঠকাস করে দরজার রুদালী দিয়ে উপস্থাপন করা চলছে___