চন্দ্রদীপা সেনশর্মার কলমে ~গ্র্যান্ডস্লাম ২০, নাদাল

নবরূপে১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

চন্দ্রদীপা সেনশর্মা










গ্র্যান্ডস্লাম ২০, স্বাগত নাদাল  

দীর্ঘ তিরিশ বছর বাদে রাফায়েল নাদাল এবং তাঁর তেরো নম্বর ফ্রেঞ্চ ওপেন টাইটেল বাধ্য করলো খেলার লেখায় ফিরতে। টেনিস দুনিয়া বিগত কয়েকবছর যে তিনজন পুরুষ শাসন করে আসছেন তাঁরা ফেডেরার নাদাল এবং জোকোভিচ । ওঁদের পারস্পরিক প্রতিযোগিতা লন টেনিসকে অসামান্য সৌন্দর্য এবং উচ্চতায় নিয়ে গেছে। ফেডেরার আটবার উইম্বলডন(ঘাস), জোকোভিচ আটবার অস্ট্রেলীয় ওপেন(হার্ড) জিতেছেন। কিন্তু ক্লে কোর্টে নাদালই শেষ কথা, তেরো বার এবং স্ট্রেট সেটে, ৬-০, ৬-২, ৭-৫ এ ২০২০ ফ্রেঞ্চ ওপেন জিতে নিয়ে তিনি আবারও বুঝিয়ে দিলেন। ঘাসের তুলনায় ক্লে কোর্ট মন্থর। নাদালের টপ  স্পিন রিটার্ন পাওয়ার গেম দীর্ঘ র‍্যালির অনুকূল।

লন টেনিসে তিরিশের উপর বয়স কিন্তু বেশ বেশি। অথচ ওঁদের নিষ্ঠা অনুশীলন দিয়ে ওঁরা এই 
বয়সেও উঁচুমানের খেলা ধরে রেখেছেন। ২০২০ ফ্রেঞ্চ ওপেন ফাইনালে নাদাল ছিলেন প্রথম থেকেই আক্রমণাত্মক। প্রয়াসী ছিলেন যত দ্রুত খেলা শেষ করা যায়। ক্লে কোর্টে বারো বার 
চ্যাম্পিয়নের সামনে জোকোভিচ প্রথমে একটু আড়ষ্ট ছিলেন। তিননম্বর সেটে তিনি ফিরতে চেয়েছিলেন, ওই সেট ২-২ হওয়ার পর নাদাল জোকোভিচের সার্ভ ভাঙেন, পরের গেমেই নাদালের সার্ভ ভেঙে জোকোভিচ ৩-৩ করে ফেলেছিলেন।


এরপর রুদ্ধশ্বাস ৫-৫। যদিও ২০২০ ফ্রেঞ্চ ওপেন ফাইনালের দিনটা নাদালের ছিল। তিনি ৫-৫ এর পর জোকোভিচের সার্ভ ভেঙে, নিজের সার্ভিস গেমটি 'লাভ' এ শেষ করে, তৃতীয়  সেট এবং চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন। 

আমরা দর্শকরা পেলাম দুরন্ত রিটার্ন, নিখুঁত ড্রপশট, ফোরহ্যান্ড ব্যাকহ্যান্ড ডাউন দ্য লাইন এবং ক্ৰসকোর্ট ভলি, অসামান্য কোর্ট-কভারিং এবং ফুটওয়ার্ক। আগামীদিনেও এই ত্রয়ীর লড়াই টেনিস বিশ্বকে মাতিয়ে রাখবে এমন আশা করা যেতেই পারে। আপাতত ফেডেরার ২০, নাদাল ২০, জোকোভিচ ১৭।

করোনার আবহে প্রায় ফাঁকা গ্যালারিতে এই লড়াই আমাদের মানসিক শক্তি বেশ কিছুটা বাড়িয়ে 
দিল। অভিনন্দন রাফায়েল নাদাল!