কবিতা~তিতাস বন্দ্যোপাধ্যায়

 নবরূপে১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

তিতাস বন্দ্যোপাধ্যায়











অস্ত্র বিষয়ক

আলিঙ্গনে ঝুঁকে পড়লে 
পুরুষের হাত 
অপ্রতিদ্বন্দ্বী পাহাড় সন্ধান করে।
আগুন ডিঙিয়ে যায় হিসাবের গোলা,
 যেন পৃথিবীতে আসা প্রথম সূর্যরশ্মি।

রমণী বুকের ছাই 
শ্মশানে কল্পতরু হয়ে 
দীর্ঘক্ষণ হাওয়ায় নাচে,
উচ্চাঙ্গ খেয়ালে।