কবিতা~মন্দিরা ঘোষ

 নবরূপে১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

মন্দিরা  ঘোষ











ফলাফল হারিয়ে যায়

কোনো কোনো পরাজয়ে
 ডানার গন্ধ থাকে
প্রতিটি  বিষক্রিয়ার সংক্ষিপ্তসার 
নখদন্তহীন  জেগে ওঠাগুলি 
ঘাম ফুঁড়ে বিঁধে যায় চুম্বনের পেরেক
প্রস্তুতি  ঘুমিয়ে থাকে 

রোদের চিৎকার চেনে অন্ধকার 
চেনে আংশিক  গেঁথে  নেওয়া 
পাহাড়ি  শিষের ধার

নাভির  পাতে সন্ধি আচার
বৃন্তপলাশের ঘুম ভাঙা মুহূর্ত 
রক্তের তছনছ 
ছেঁড়াখোঁড়া যুদ্ধের পাতায়
 ফলাফল হারিয়ে যায়