কবিতা~গৌরাঙ্গ মিত্র

 নবরূপে১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

গৌরাঙ্গ মিত্র











বড়ো কথা ছোটো কথা


ছোটো মুখে বড়ো কথা হলে, এপ্রান্ত থেকে করুণা 
আর ওপ্রান্ত থেকে অনুকম্পা ছাড়া অন্য কিছু 
জুটবে না।
বড়ো মুখের বড়ো কথা  সংসারের আনাচেকানাচে 
ছড়িয়ে সম্পদ নষ্ট করবেন না প্লিজ।
লোকজন জড়ো করুন, প্রকাশ্য সমাবেশ করুন,
সেখানেই উগড়ে দিন গ্যালন - গ্যালন বড়ো- বড়ো কথা।
ছোটোদের জন্য আয়োজিত গল্প দাদুর আসরে 
ছোটো মুখে ছোটো কথা উড়িয়ে দিন, ছড়িয়ে দিন।
ছোটোদের শরীরের  ও ছোটো ছোটো কথার
 উত্তাপে হয়তো ঈশ্বরের ঘুম ভাঙবে,
ঈশ্বর জেগে উঠবেন।