কবিতা~অমর্ত্য বিশ্বাস

 নবরূপে১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

অমর্ত্য বিশ্বাস











দাঁড়াও

                        
যদি কখনো ভালোবেসে থাকো ,
পৃথিবীর গ্রহণ বুকে নেমে আসব আবার

জড়িয়ে ধরা প্রেমের তামাটে রঙে
পিছুটানে ছিঁড়বে জামার বোতাম ।

আমি জানি
বিশ্বাসঘাতের লবণ মেশানো জল
পুংলিঙ্গের কুয়াশা ডাকবে রোমে ,

সেদিন আর বিবস্ত্র হব না

ঠোঁটের পর্দা ছিড়ে স্বাদ নেব জিভে ,
গলা ভিজিয়ে নেব মদের গেলাসে

কথা দাও
শেষ আগুনে নিভিয়ে দেবে না আমায়...