কবিতা~অরণি বসু

 নবরূপে১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

অরণি বসু











আলো নেই

শূন্য দৃষ্টির উথালপাথাল, আলো নেই।
কেন চেয়ে আছ,
পাথরের চোখ দিয়ে জল পড়ে না--
শুধু উন্মাদ আক্রোশে আছড়ে পড়ছে ঢেউ,
হাত থেকে বেরিয়ে গেছে শেষ তীর।
আমাদের চেনা পৃথিবী এখন ক্রমশ দুর্বোধ্য
আর তোমার শূন্য দৃষ্টি, আর শত শত পরিযায়ী মানুষের দীর্ঘশ্বাস, ব্যর্থতা, উদ্বেগ
আর মুখোশ-জীবন।

আয়নার সামনে এসে দাঁড়াই,
আশ্চর্য, দেখি পাথরের চোখও ক্রমশ ভিজে উঠছে।