কবিতা~দীপক কর

 নবরূপে১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

দীপক কর











একটা জীবন


একটা জীবন
দেখা হলো কত কিছু
আর কিছু দেখার নেই অবসর।

কবেকার কথা কড়া নাড়ে আজও
কী মলিন ভীষণ উৎকন্ঠার আকাশ
দুর্ভিক্ষের সেই মারণ কামড়
ফ্যান দাও! ফ্যান দাও! অস্ফুট হাহাকার!

মানসপটে চোখ মেলে আছে
'হিন্দুস্থান স্ট্যান্ডার্ড'-এর প্রথম পাতা
প্রাণহীন দেহের ভয়ঙ্কর স্তূপ
তখন ঢাকায় লক্ষীবাজারে আমরা।

ভুলি কী করে কত লালমুখো সাহেব
স্ট্রিটল্যাম্পের ঠুলিপরা আলো
বিপ্লবীদের ভূতের বাড়ি
মিটিং মিছিল বন্দেমাতরম।

পনেরোই আগস্ট,
কী তুমি দিয়েছো?
ভিটেমাটিহারা
শরণার্থী করেছো!