কবিতা : জয়ন্ত চট্টোপাধ্যায়

শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 







জয়ন্ত চট্টোপাধ্যায়


দাঁত     

পিরানহা মুখে পা রেখে স্থলচর-দৌড় থামাই

কিছুটা ঘাসের বিছন তলায় পাঁকগন্ধে যত গন্ধকোশ
সংবেদ ভুলে মন্দকথায় কান পাতে
রাতের ঘড়ি চোখ থেকে আলো নিয়ে জোনাকিবলয়

লজ্জাবস্ত্র নিয়ে গ্যাছে খাদকত্রিপল
প্রতিটি নদীর চোখে আমাজন খিদে আর কুমিরের দাঁতালো বিশ্রাম
শক্তিদায়ী মেঘের কাছে হিমরাত বাঁধা রাখে স্তন্যপায়ীদল

গান মানে মেলার স্লোগান;কোনো বিরল গাছে সাঁটা
প্যান্থারমুখে বিকট হাই,খিদের উদাস
আপ্তবাক্যে জরুরি হিসাব হত্যা বা আত্মরক্ষা কেমন
ব্যস্ত-অনুপাতিক