গুচ্ছ কবিতা : শীতল চট্টোপাধ্যায়

শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






শীতল চট্টোপাধ্যায়


ভাত


চিরকালীনে যে কবিতা লেখে
মায়েরা ,
যে কবিতার অক্ষর থেকে
প্রাণ - প্রশ্বাসের মতো বাষ্প ওড়ে
মায়েদের হাতে ,
তার নাম ভাত ৷


খবর হয়নি


কিছু ঘাস মারা গেছে ৷
লাল ফড়িংটা
ঘাসফুল ছুঁতে আসে না আর ৷
বাড়ি ভেঙে নিরাশ্রয়
জোনাক -জোনাকি ৷
হারিয়েছে রাখালের মাঠ ,
বাঁশিতে ঘুণ ধরে নষ্ট হয়েছে
মেঠো সুর ৷
অনেক খুঁজেও
খেলার বেলার খুকু পায়নি
পুতুল গড়ার একটু মাটি ৷
খবর হয়নি , খবরগুলো ৷


এখন

কবিতা হয়ে ফুটে ওঠার
চলমানে - থামা মুহূর্তরা
দৃশ্যায়িত হতো দর্শক চোখে , এখন
অগোছালো অক্ষর ,
অবিন্যস্ত শব্দ ,
উহ্য লাইন ৷