কবিতা : বন্যা ব্যানার্জী

শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 








বন্যা ব্যানার্জী


 উৎসর্গ


তুমুল বৃষ্টিতে ভিজে গেল যে উঠোন
তুমি তার জলরঙে ছবি এঁকে চলো
- একমনে।
আমার কিছু কথা ছিল,কিছু স্বীকারোক্তি।
অন্ধকারে লুকিয়ে রাখা কিছু শব্দ ও।ঝুল বারান্দার 
আড়ালে গড়ে ওঠা কবিতাটির কোনো অন্ত:মিল নেই। 
উৎসর্গ পত্রে একটি চেনা নাম।
.... অমলকান্তি রোদ্দুর হতে না পারলেও কবিতা হয়েছিল।।