কবিতা : মৃণালেন্দু দাশ

শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






মৃণালেন্দু  দাশ


গীতগোবিন্দ  


জল নেই জলের ছায়া নিঝুম গাছ
দূরের আকাশ বসেছে পাশে আর নক্ষত্র মাছ
সাঁতার দিতে দিতে নিতম্বের উপর ছড়ায় পাখনা তার
বাতাসে মেহেদি হাসান খসে পড়ে বসন্ত হার
উন্মুক্ত কুচকলস শ্রমজলে ভাসে
মৃদু মন্দ হাওয়া শালুক  ফুঠেছে  তাহার পাশে
আমোদিনি মেঘ ঠমকে ছমকে হানে বিদ্যুতকটাক্ষ বাণ
নির্দ্ধিধায় খুলেছে সকল আবরণ আর সঁপেছে নিজেকে
বেতসের বনে জ্বলে শেজ নিপাট নিপুন শয্যা
চাঁদের জোছনা  বিন্দু বিন্দু স্বেদ হয়ে ভাসে ,ভাসায় তাহাকে
কমলে কমলিনী গীত হয় আশ্চর্য মূর্ছনায়
চারদিক তার ভুবনমোহিনী রপের ছটায় আলোকিত
এমতসময় শ্রীমতির অঙ্কে দোল খায় নওলকিশোর
কদম্ব নিনাদে বিমোহিত বন উপবন হৃদয় সকল
বাজে অরূপ মোহন , বাজতেই থাকে আর বাজতেই থাকে