স্মরণলেখ : রিতা মিত্র

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





 রিতা মিত্র


আপডেটের কথা কাহিনী


একদিন  যত কুয়াশা মাখা আল পথ তোমার
দোরগোড়ায় এসেছিল
তাদের তুমি আলোকময় পথের সন্ধান দিয়েছিলে

তাদের  প্রশস্ত হবার গূঢ় মন্ত্রে দীক্ষিত করেছিলে
সেই সব আল পথগুলো সত্যি সত্যিই রাজপথ হয়ে উঠেছে
তবে কিছু পথ বড়ো তেজস্ক্রিয়

সব জেনেও তুমি রয়ে গেলে নীরবে
'তুমি রবে নীরবে' জেনেই
জিরাফের গলায় আর ঘন্টা বাঁধা হলো না
তাই জেব্রা ক্রসিং এর উপর দিয়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে সময়
কালের খাতায় লেখা হচ্ছে সব হিসেব
তোমার ঠোঁটের কোণে অদ্ভুত এক রহস্যময় হাসি
চোখে লেগে থাকা স্বপ্নরা আবার নতুন ডানা মেলছে
তারা জানে আপডেট আর আপগ্রেড না হলে
স্বপ্ন ও কবিতার মৃত্যু নিশ্চিত।