১৪০০ সাল শারদীয় সংখ্যা : প্রভাত চৌধুরী

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





প্রভাত চৌধুরী

 

 

ডায়ালিসিস পর্বের কবিতা

 

 

৪ ॥

 প্যাসিভ ভয়েজে গান গাইছে যে দুর্গাটুনটুনিটি

তার পালকের নীচে লুকোনো আছে

একটা রঙিন মানচিত্র

আর আছে শরৎকালের আকাশ

ইস্কাপনের বিবি ঠিক কোথায় অবস্থান করছেন

তা জানার জন্য পাখিটির গানকে অ্যাকটিভ ভয়েজে

রূপান্তর  করতে হবে

আশেপাশে তো কোনো তাসের প্যাকেট দেখছি না

তাহলে ইস্কাপনের বিবির কথা আসছে কেন

আমরা বরং আমাদের খোঁজ -এর সিলেবাসে

আনন্দলহরীকে আমন্ত্রণ করি

তিনি এসে গেলেই

 

03 . 09 . 2021 08 : 07