১৪০০ সাল পত্রিকা: আত্মপ্রকাশ সংখ্যা : প্রভাত চৌধুরী

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






অজয় দাশগুপ্ত-র ১৪০০ সাল এখন ব্লগ-এ

প্রভাত চৌধুরী

অজয় দাশগুপ্ত-র প্রথম পরিচয় , আমার কাছে , তিনি একজন প্রকৃত বইপাড়ার মানুষ। কেবলমাত্র লেখালেখির সূত্রেই নয় , লেখার পরের গুরুত্বপূর্ণ কাজগুলি অত্যন্ত নিপুণভাবে সম্পন্ন করতেন অজয় দাশগুপ্ত।
আমি অজয় দাশগুপ্ত-র কাছে ব্যক্তিগতভাবে ঋণী , যিনি আমাকে প্রথম বইপাড়ায় ওঠাবসার একটা জায়গা করে দিয়েছিলেন । কলেজ রো-তে অন্নপূর্ণা প্রকাশনীর ঘরে।
অজয় দাশগুপ্ত প্রাইমা , পুনশ্চ ,এশিয়া , শৈবা , করুণা প্রমুখ প্রকাশনা সংস্থার প্রুফরিডার। আর অন্নপূর্ণা প্রকাশনী-র ছিলেন অ্যাডভাইসর। প্রকাশনার যাবতীয় দায়িত্ব পালন করতেন তিনি। 
' অতিথিশব্দের অভিধান ' সম্পাদনা করেন , সঙ্গী ছিলেন মৃণালকান্তি দাস।
অজয় ছিলেন গল্পকার , বিমল করের আত্মজন।আর কবিও। মেঘদূত অনুবাদ করেছিলেন। এইসব কারণে স্বতন্ত্র একটি পত্রিকা সম্পাদনা করার পূর্ণ অধিকার ছিল ওঁনার।বের করেছিলেন : ১৪০০ সাল। পত্রিকার সঙ্গী ছিলেন জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায় অমিতাভ বসু সুবোধ দাশগুপ্ত সহ আরো কয়েকজন।
১৪০০ সাল পত্রিকাটি একটি ক্ষণস্থায়ী লিটল ম্যাগাজিন।
এবার সেই ১৪০০ সাল পত্রিকাটি অনলাইন ব্লকজিন রূপে প্রকাশ হতে চলেছে। ভাগ্যবান অজয় দাশগুপ্ত-র কন্যা চন্দ্রদীপা এবং জামাতা দেবেশ সেনশর্মার উদ্যোগে এই পরিকল্পনা জয়যুক্ত হোক।
অজয় দাশগুপ্ত -র প্রতি ঋণস্বীকারের সুযোগ পেয়ে ধন্য হলাম।

17. 09. 2020 ♢ 21 : 28