স্মরণলেখ : মন্দিরা ঘোষ

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





মন্দিরা  ঘোষ


কবিতার ম্যাজিক মাস্টার


কোথাও কি অশ্রু পতনের শব্দ
কোনো পাতার দীর্ঘশ্বাস!
শব্দকে শব্দ দিয়ে গুণ করে
ময়ূরকণ্ঠি মেঘ এঁকে ফেলা
কিংবা পাখির শিসের যোগফলে
ভোর ফুটিয়ে তোলার জাদুকর 
আজ বিয়োগচিহ্নের ওপর দাঁড়িয়ে

হাত নাড়ছেন মঞ্চ থেকে
প্রতিটি  দর্শক আর কুশীলবকে
অভিভূত করে
স্থবির করে
নিঃস্ব করে
প্রস্থানের অঙ্ক মেলাচ্ছেন

ব্যাক গ্রাউন্ডে রুফটপ,নাইটকুইন,
যূথিকাফুল,গীতবিতান আর
অধুনান্তিক বাংলা কবিতা

না,এরপর কোন সুসমাচার লেখা হবে না
নূপুরের শব্দে উড়ে আসবে না
কোনো নীলকণ্ঠ পাখি
মেঘের বর্ণমালায় চন্দ্রশোভা ছড়িয়ে
লেখা হবে না কোনো ভ্রমণ বৃত্তান্ত

নীরবে মাঘের কুয়াশাকলমে
হেমবর্ণ পাতায়   জীবনের যতিচিহ্ন এঁকে
মেঘের রাজ্যে পাড়ি দিলেন কবিতার
ম্যাজিক মাস্টার প্রভাত চৌধুরী