দুটি কবিতা : গৌতম কুমার গুপ্ত

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





গৌতম কুমার গুপ্ত


রূপরেখা


ভুলের কাঁটায় পা বিঁধতে বিঁধতে
মধ্যবিত্ত চাঁদ জ্যোৎস্না ফেলে চোখে
চোখের পাপড়ি ধুয়ে দৃষ্টি সবাক হয়
মন একটি ঠিক আলোয় পথ বুঝে নেয়

দূরদৃষ্টির পাড় ভেঙে দেয় অবিশ্বাস
সত্যজনিত যা ভেবে মন্ত্রোচ্চারণ
শাশ্বত স্রোত বহতা নদীর খোঁজে 
দু একটি নুড়ি পাথর সরিয়ে 

চলতেই থাকে সুগমপথের  অভিজ্ঞান


.................


অ বৈ ধ


খুব যত্নে মুছে দিয়েছো বাগান
ততোবার জলে দিয়েছি জন্মগাছা
উতরোল হল সবুজ নোলক
মৃত্যু পরানো যায়নি

আমি ফেরি করি ফুলের ইশারা
ফলের উদ্দীপনা
বীজের গন্ধে সারগর্ভ উঠোন
ওখানে মহীরুহ বাগানের দেশ
সচ্ছল বৃষ্টি এনে দেয় নিষেকের রাত

দেখি দু এক গাছা দূর্বা হাসে
হোক অবৈধ আগাছা
দ্যাখো, আমার ভালবাসা মজে আছে