কবিতা : মন্দিরা ঘোষ

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




মন্দিরা  ঘোষ


কটি করঞ্জাফুলের বিকেল


বর্ষা মেঘের ভিড়ে হারিয়ে  যাচ্ছে 
চেনা আকাশটা
রোদের উন্মুখ তবু কথা পুষছে
 দিনের আলতো ঠোঁটে  

যে কোনো ঝড়ের পূর্বাভাস 
আশংকার ঘূর্ণাবর্ত তৈরি করে
না ফুরনো কথার মাঝে
 দাঁড়িয়ে থাকে মেঘলা ট্রাম
 ফোঁটা  ফোঁটা  ইমন অভিমানে
ভিজে ওঠে বুকের খাজুরাহো
শাপলা চোখে  অবাধ্য বৃষ্টির কুমকুম

 ফলত মেঘের অসামাজিকতায়
 গুমরে মরে একটি  করঞ্জাফুলের বিকেল