কবিতা : রিতা মিত্র

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






রিতা মিত্র


অবিকল


অবিকল তোমার মতোই আরেকজনকে খুঁজছি
তার সামনে তুলে ধরব সাদা খাতার পাতা
হাতে গুঁজে দেব কলম , যদি কিছু শব্দ ঝরে পড়ে
আমি সেই শব্দের স্রোতে গা ভাসাব
অবগাহন করব অন্তর থেকে
আগে কখনও এমনটা ভাবিনি
আড়ালে যাওয়াকে আরোগ্য লাভ বলেই মেনে নিয়েছি
 মনে করেছি এও এক ধরনের লুকোচুরি খেলা
অপেক্ষার চোখে এখন শুধুই মরু ঝড়।