অজয় দাশগুপ্ত স্মারক সম্মাননা এবং ১৪০০ সাল সম্মাননা অনুষ্ঠান

 





অবনীন্দ্র সভাঘরে ২এপ্রিল অজয় দাশগুপ্ত স্মারক সম্মাননা এবং ১৪০০ সাল সম্মাননা অনুষ্ঠান
আয়োজিত হয়। অজয় দাশগুপ্ত স্মারক সম্মাননা ২০২০ প্রাপক কবি অভিজিৎ দত্ত, ২০২১ প্রাপক
কবি মৌ দাশগুপ্ত। ১৪০০ সাল সম্মাননা প্রাপক কবি প্রভাত চৌধুরী, কবি কালীকৃষ্ণ গুহ, কবি মন্দিরা ঘোষ এবং কবি অভিজিৎ দাসকর্মকার। অনুষ্ঠানে লেখক অজয় দাশগুপ্তকে নিয়ে কথা
বলেন বাণীব্রত চক্রবর্তী, নির্বেদ রায়, সুরঞ্জনা দাশগুপ্ত। মৌ দাশগুপ্তের কবিতা নিয়ে আলোচনা করেন শ্রীসুব্রত রুদ্র। অভিজিৎ দত্তের কবিতা নিয়ে আলোচনা করেন শ্রীপার্থজিৎ চন্দ। মন্দিরা ঘোষ
এবং অভিজিৎ দাসকর্মকার সম্পর্কে বলেন সৈয়দ কওসর জামাল ও আফজল আলি। ১৪০০ সাল
ওয়েবজিন এবং কবিতাপত্রিকার সম্পাদনার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন শ্রীঅলোক
বিশ্বাস। অজয় দাশগুপ্ত সম্পর্কে কিছু কথা কন্যা হিসাবে আমিও জানাই।












অনুষ্ঠানে শুরু হয় আত্রেয়ী রায়ের রবীন্দ্রসংগীত পরিবেশন দিয়ে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকা
মুখোপাধ্যায়। অরণি বসু, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, শান্তিময় মুখোপাধ্যায় অনুষ্ঠানের বিশেষ অতিথি
ছিলেন। কবিতা পাঠে ছিলেন মৌ দাশগুপ্ত, নীলিমা সাহা, অভিজিৎ দত্ত, সুমিতাভ ঘোষাল, বিভাবসু,
ফটিক চৌধুরী, বাপ্পাদিত্য রায় বিশ্বাস, অভিজিৎ দাসকর্মকার, মন্দিরা ঘোষ, শীলা বিশ্বাস, রিতা
মিত্র, শ্যামশ্রী রায়কর্মকার, অমিত গোলুই, পৃথা চট্টোপাধ্যায়, শান্তনু ভট্টাচার্য, শ্রীময়ী চক্রবর্তী,
শাশ্বত বন্দ্যোপাধ্যায়, শিবম ঢালি প্রমুখ।